ডিআইজি ছোট ভাইকে নিয়ে আ.লীগের ফরম নিতে গেলেন মনোনয়নপ্রত্যাশী

পুলিশের পোশাক পরিহিত ছোট ভাইকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্যাহর সঙ্গে দেখা করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পেতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

গতকাল সোমবার দুপুরে তিনি তাঁর ছোট ভাই পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্যাহর সঙ্গে ফুলের তোড়া নিয়ে দেখা করেন।

কাজী জাফর উল্যাহর সঙ্গে দেখা করার সময় ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম পুলিশের পোশাক পরিহিত ছিলেন। এ সময় তাঁদের সঙ্গে আরও দুজনকে দেখা যায়। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা নানা আলোচনা-সমালোচনা করছেন।

শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রাজীব প্রথম আলোকে বলেন, পুলিশের পোশাক পরিহিত ছোট ভাই ডিআইজি সৈয়দ নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে গিয়ে আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম কোনোভাবেই শোভন কাজ করেননি। পুলিশ ভাইয়ের প্রভাব খাটিয়ে তিনি দলীয় মনোনয়ন বাগিয়ে নিতে অপকৌশল চালাচ্ছেন। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত তৎপরতা বলে তিনি মন্তব্য করেন।

একই ধরনের মন্তব্য করেন শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম।

এ বিষয়ে কথা বলতে সৈয়দ নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। বিষয়বস্তু উল্লেখ করে খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।

নাম প্রকাশ না করার শর্তে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী এক নেতা বলেন, পুলিশের পোশাক পরে ভাইয়ের জন্য তদবির করতে গেছেন তিনি। তাঁর সমর্থকেরা সেই ছবি ফেসবুকেও দিয়েছেন। অবশ্য পরে অনেকে তা মুছে দিয়েছেন।