সিরাজগঞ্জে সড়কের পাশে তৃষ্ণার্তদের জন্য কলসি ভর্তি সুপেয় পানি

তৃষ্ণার্তদের জন্য বিনা মূল্যে পানি সরবরাহ করা হচ্ছে। শনিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের এস এস সড়কের পাশে
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জে প্রচণ্ড দাবদাহে শ্রমজীবী মানুষ হাঁপিয়ে উঠছেন। তাঁদের স্বস্তি দিতে তিনটি সামাজিক সংগঠন সড়কের পাশে মাটির কলসি ভর্তি সুপেয় পানি রেখে তৃষ্ণার্তদের জন্য বিনা মূল্যে সরবরাহ করছে।

আজ শনিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের এস এস সড়কে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অরুণ ফাউন্ডেশন, সিরাজগঞ্জের ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ ও সুধা ফাউন্ডেশন যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।

প্রচণ্ড গরমে খেটে খাওয়া প্রান্তিক মানুষের দুর্দশার কথা ভেবে মাটির কলসি থেকে ঠান্ডা পানি বিনা মূল্যে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকেরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের এস এস সড়কে একটি শোরুমের সামনে দুটি মাটির কলসিতে পানি নিয়ে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন। তৃষ্ণার্ত কেউ সেখানে এলেই স্বেচ্ছাসেবকেরা কলসি থেকে গ্লাসে পানি তুলে তা পরিবেশন করছিলেন।

শহরের রিকশাচালক শান্তাহার আলী বলেন, এত গরম পড়েছে যে একটু কাজ করলেই পানির তৃষ্ণা পায়। বিনা পয়সার পানি পানের ব্যবস্থা দেখে তিনিও এক গ্লাস পানি পান করেছেন।

আয়োজক সংগঠনের সমন্বয়ক প্রদীপ সাহা ও মঞ্জুরুল আলম বলেন, নলকূপ থেকে ঠান্ডা পানি সংগ্রহ করে এই পানিকে ঠান্ডা রাখার জন্য মাটির কলসি ব্যবহার করা হয়েছে। সেই পানি আরও সুপেয় করতে এর সঙ্গে লেবু ও সামান্য পরিমাণ চিনি মেশানো হয়েছে। প্রথম দিনেই মানুষের সাড়া দেখে তাঁরা মুগ্ধ। এ উদ্যোগ এক সপ্তাহ চলবে।

বড় বাজারের শ্রমিক আলমগীর হোসেন বলেন, এমন গরমে বিনা পয়সায় বিতরণ করা শরবত পানি খেয়ে খুবই ভালো লাগছে।