শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণে আহত ১২

এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণের পর ক্ষয়ক্ষতির চিত্র। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায়ছবি: সাদিক মৃধা

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি পোশাক কারখানার ছোট বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার জৈনাবাজার এলাকায় এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড নামে কারখানায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সুজন (২৬), রহিজ উদ্দিন (২৭), ইয়াসিন আলী (২০), মো. শাহজাহান (২৪), সুনিয়া (২৩), সারজিনা (২৫), কুলসুম (২৭), আমেনা (২৯), মো. রইস উদ্দিন (২৬), মো. ইকবাল হোসেন (৩০), মো. রনি (২৩) ও আরিফুল ইসলাম (২৪)। তাঁদের মাওনা চৌরাস্তা এলাকার আল হেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্রমিক ও কারখানা সূত্রে জানা যায়, এইচডিএফ অ্যাপারেলস কারখানাটির নমুনা (স্যাম্পল) বিভাগে ছোট আকারের বয়লার আছে। কারখানার মূল উৎপাদন শেডের প্রবেশফটকের পাশে বয়লারটির অবস্থান। আজ সকাল ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত বয়লারের যন্ত্রাংশ চারদিকে ছিটকে ঘরের কাচের তৈরি দরজা-জানালা, আলমারি, টেবিল, ফ্যান, লাইট ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় কাচের আঘাতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। বিকট শব্দ শুনে কারখানার ভেতরে কাজ করা অন্য শ্রমিকেরা হুড়োহুড়ি করে দৌড়ে বের হওয়ার সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

এ বিষয়ে কারখানাটির সহকারী মহাব্যবস্থাপক ইমতিয়াজ আলম প্রথম আলোকে বলেন, মিনি বয়লার বিস্ফোরণে ১২ জন শ্রমিক সামান্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের পায়ের আঘাত কিছুটা বেশি। আহত প্রত্যেককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, বয়লার বিস্ফোরণে কয়েজন শ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেছেন।