প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে নীলফামারীতে ৮ প্রতিষ্ঠানকে বই উপহার

নীলফামারীর সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি অনাথ আশ্রমকে চার হাজারের বেশি বই উপহার দিয়েছে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশ
ছবি: প্রথম আলো

নীলফামারী জেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি অনাথ আশ্রমে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে চার হাজারের বেশি বই উপহার দেওয়া হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে শহরের উকিলের মোড় শিশুকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মেলনকক্ষে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বই পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো ডিমলা উপজেলার দক্ষিণ গয়াবাড়ি ফুটানির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ খড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জলঢাকা উপজেলার ছিটমীরগঞ্জ শালনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার অনাথ কন্যা শিশুদের আশ্রয়স্থল চাঁদমনি, কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডোমার উপজেলার বেতগাড়া দক্ষিণ একরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নীলফামারী সদর উপজেলার মধ্যশুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উকিলের মোড় শিশুকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আয়োজকেরা বলেন, বিকাশ সারা বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ৭৫ হাজার বই বিতরণ করবে। আর এই উদ্যোগের সঙ্গে সহযোগী হিসেবে আছে প্রথম আলো ট্রাস্ট। বিকাশ অ্যাপের মাধ্যমে প্রথম আলো ট্রাস্টে বই কেনার জন্য অনুদানও দিতে পারেন গ্রাহক। অসংখ্য মানুষের ছোট ছোট অনুদানকে একত্রিত করে এই উদ্যোগের আওতায় ২০২২ সাল পর্যন্ত ৭২ হাজার ৫০০টি বই বিতরণ করা হয়েছে। ২০২৩ সালের বই বিতরণ কার্যক্রম এখন চলছে।

বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল করিম। তিনি বলেন, ‘বর্তমানে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে। আমাদের ছেলেমেয়েরা স্মার্টফোনের প্রতি আসক্ত হয়ে পড়েছে। তাদের অনেকে সেখান থেকে খারাপ দিকগুলো গ্রহণ করছে। এতে মানসিক স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা গড়ে উঠছে না। এ কারণে আত্মহত্যার প্রবণতাও বাড়ছে। এসব পরিহার করে আমাদের বেশি বেশি বই পড়া দরকার। প্রতিদিন আমরা বই পড়লে আমাদের চিন্তাচেতনার পরিবর্তন ঘটবে। এ জন্য আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’

বই বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উকিলের মোড় শিশুকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মসফিকুল ইসলাম, একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, মধ্যশুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদা বানু, চাঁদমনির প্রতিষ্ঠাতা পিজিরুল আলম, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, দক্ষিণ খড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাদ্দেছ আলী, দক্ষিণ গয়াবাড়ি ফুটানির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা বেগম, ডোমার উপজেলার বেতগাড়া দক্ষিণ একরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনার রহমান, ছিটমীরগঞ্জ শালনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হালিম, নীলফামারী বন্ধুসভার উপদেষ্টা সুধির রায়, সাধারণ সম্পাদক মীর সাদিক প্রমুখ।