ফরিদপুরে সড়কের পাশে পড়ে ছিল নারী শ্রমিকের লাশ
ফরিদপুরে মহাসড়কের পাশ থেকে পাটকলের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের মানিকনগর সেতুর পাশে রতনের পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করে নগরকান্দা থানার পুলিশ।
নগরকান্দা থানার পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয় অজ্ঞাত হিসেবে। পরে তাঁর পরিচয় শনাক্ত হয়।
ওই নারীর পরনে সালোয়ার–কামিজ ছিল। বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া বলেন, খুন হওয়া ওই নারীর নাম মনিরা বেগম (২৮)। তিনি তালমা ইউনিয়নের কোনা গ্রামের সাহেব আলীর (৩৯) স্ত্রী। তাঁরা ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকার জোবায়দা-করিম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁরা বাখুন্ডায় একটা ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, নিহত ওই নারীকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পরে কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে।
ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।