বাগেরহাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে তরুণ নিহত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

বাগেরহাটের কচুয়া উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ফুফাতো ভাইদের ছুরিকাঘাতে মশিউর রহমান (২৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার টেংরাখালী এলাকার হাজরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

মশিউর রহমান টেংরাখালী গ্রামের হাজরাপাড়া এলাকার প্রয়াত মাসুদ হাজরার ছেলে। আর অভিযুক্ত দুজন হলেন মশিউরের ফুফাতো ভাই মো. সাব্বির (২৮) ও মো. বায়েজিদ (২০)। তাঁদের বাড়িও একই এলাকায়। ঘটনার পর পুলিশ ওই দুই ভাইকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, মামাবাড়ির সম্পত্তি নিয়ে সাব্বির ও বায়েজিদের সঙ্গে বিরোধ চলে আসছিল মশিউরের পরিবারের। এর জেরে আজ সকাল ১০টার দিকে ফুফাতো ভাইদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মশিউরকে ছুরিকাঘাত করেন ওই দুই ভাই। পরে স্থানীয় লোকজন মশিউরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বলেন, মামাবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত দুই সহোদরকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।