চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাক্ষাৎ
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার বিকেলে বন্দর ভবনের বোর্ডরুমে এই সাক্ষাৎ হয়।
এ সময় বন্দর চেয়ারম্যান বন্দরের পরিচালন কার্যক্রম সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিস্তারিত জানান। বন্দর চেয়ারম্যান ছাড়াও বন্দর পর্ষদের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম ফজলার রহমানও ছাত্রনেতাদের নানা বিষয় সম্পর্কে জানান।
জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ প্রথম আলোকে জানান, বন্দর চেয়ারম্যানের আমন্ত্রণে তাঁরা সৌজন্যে সাক্ষাতে গিয়েছিলেন। তাঁদের বন্দর সম্পর্কে তেমন ধারণা ছিল না। এ সাক্ষাতে তাঁরা বন্দর সম্পর্কে বিভিন্ন তথ্য জেনেছেন।
সাক্ষাতের সময় খান তালাত মাহমুদ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ, চট্টগ্রাম জেলার সমন্বয়ক মাহফুজুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে আজ সকালে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ বিএনপির নেতা-কর্মীরা বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কোনো রাজনৈতিক চাপে যাতে বন্দরের কার্যক্রম বাধাগ্রস্ত না হয়, সে জন্য তাঁরা সক্রিয় থাকবেন বলে জানান।