তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেরি হওয়ায় ভাঙন তীব্র হচ্ছে: পাউবো মহাপরিচালক

কুড়িগ্রামের ধরলা নদীর ভাঙন–কবলিত এলাকা পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. বজলুর রশিদ। মঙ্গলবার কুড়িগ্রামের মোগলবাসা এলাকায়
ছবি: প্রথম আলো

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেরি হওয়ায় নদীর ভাঙন পরিস্থিতি তীব্র হয়েছে। তবে প্রস্তাবিত নতুন প্রকল্প বাস্তবায়িত হলে এ ভাঙন থাকবে না বলে মন্তব্য করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. বজলুর রশিদ।

আজ মঙ্গলবার কুড়িগ্রামের তিস্তা ও ধরলার ভাঙনকবলিত এলাকা এবং চলমান প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পাউবোর মহাপরিচালক বজলুর রশিদ বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিচ্ছে। পাউবোর জরুরি তহবিল থেকে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা করা হচ্ছে। ভাঙনরোধে একটি নতুন প্রকল্প প্রক্রিয়াধীন। ওই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তায় আর ভাঙন থাকবে না।

বজলুর রশিদ আরও বলেন, কুড়িগ্রামে নদ-নদীর ভাঙনরোধে ১৩টি প্রকল্পের কাজ চলমান। প্রকল্পের পাশাপাশি ভাঙনকবলিত এলাকায় আপত্কালীন কাজ করা হচ্ছে। ওই কাজে উৎসাহ দিতেই পরিদর্শনে এসেছেন বলে তিনি জানান।

পরিদর্শনকালে পাউবোর অতিরিক্ত মহাপরিচালক মিজানুর রহমান, রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আমিরুল হক ভূঁইয়া, প্রকৌশলী খুশি মোহন সরকার, নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।