তরুণদের চেষ্টায় বনে ফিরে গেল অজগর

মৌলভীবাজার জেলার মানচিত্র

জমিতে রোপা আমন ধানের চারা রোপণ করছিলেন সঞ্জয় দেশোয়ারা, মেঘনাদ রবিদাস ও শম্ভু রিকমন নামের তিন তরুণ। চারা রোপণের একপর্যায়ে তাঁরা বড় একটি অজগর দেখতে পান। পরে তাঁরা অজগরটি ধরে বাড়িতে নিয়ে গেলে উৎসুক লোকজনের ভিড় জমে যায়। এর মধ্যে কেউ কেউ অজগরটি মেরে ফেলার পরামর্শ দেন। তবে এতে তিন তরুণ আপত্তি জানান। পরে খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে অজগরটি উদ্ধার করে স্থানীয় বনে ছেড়ে দেন।

গতকাল বুধবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনাপাহাড় চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে। এর আগে গতকাল বিকেলে সঞ্জয়, মেঘনাদ ও শম্ভু কাপনাপাহাড় বাগানের পুটিছড়া সেকশন এলাকায় জমিতে কাজ করছিলেন। এ সময় জমির আইল থেকে তাঁরা অজগরটি উদ্ধার করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই তিন তরুণ অজগর উদ্ধারের বিষয়টি দীপঙ্কর যাদব নামের স্থানীয় এক স্বাস্থ্যকর্মীকে জানান। দীপঙ্করের বাড়িও একই এলাকায়। তিনি ওই এলাকার স্বাস্থ্য সহকারী। পরে দীপঙ্করের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে বন বিভাগের জুড়ী রেঞ্জ কার্যালয়ের সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদের নেতৃত্বে বন বিভাগের লোকজন সেখানে যান। পরে অজগরটি বনে ছেড়ে দেওয়া হয়।

আবুল কালাম আজাদ বলেন, খাবারের খোঁজে আশপাশের কোনো জঙ্গল থেকে অজগরটি লোকালয়ে নেমে আসতে পারে। অজগরটি প্রায় সাড়ে চার ফুট লম্বা। পরে অজগরটি স্থানীয় পুটিছড়া সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়েছে। তরুণদের প্রচেষ্টায় অজগরটি প্রাণ ফিরে পেয়েছে।