ভৈরব নদে কার্গো জাহাজডুবির ৩২ ঘণ্টা পরও উদ্ধারকাজ শুরু হয়নি

যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকায় ভৈরব নদে কয়লাবোঝাই এমভি পূর্বাঞ্চল-৭ কার্গো জাহাজটি কাত হয়ে পানি ঢুকে ডুবে যায়ছবি: প্রথম আলো

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবির ৩২ ঘণ্টা পরও আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত উদ্ধারকাজ শুরু হয়নি। গত সোমবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ভাটপাড়া এলাকায় ভৈরব নদে কয়লাবোঝাই এমভি পূর্বাঞ্চল-৭ কার্গো জাহাজটি কাত হয়ে পানি ঢুকে ডুবে যায়।

জাহাজে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রায় ৮০০ মেট্রিক টন কয়লা ছিল। ওই কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানের নাম মেসার্স জেএইচএম গ্রুপ।

আরও পড়ুন

আজ সকালে এমভি পূর্বাঞ্চল-৭–এর মাস্টার মফিজুর রহমান বলেন, ভাটপাড়া এলাকায় ভৈরব নদের ঘাটে ১১ দিন ধরে জাহাজটি বাঁধা ছিল। জাহাজে প্রায় ৮০০ মেট্রিক টন কয়লা ছিল। নওয়াপাড়ায় নিয়ে কয়লা নামানোর অপেক্ষায় ছিল জাহাজটি। সোমবার রাতে নদে ভাটা ছিল। এ সময় কার্গো জাহাজটি কাত হয়ে যেতে থাকে। এতে পানি উঠে জাহাজটি ধীরে ধীরে নদের পানিতে তলিয়ে যেতে থাকে। রাত সাড়ে তিনটার দিকে জাহাজটি নদের পানিতে ডুবে যায়। এখনো জাহাজটি পানির নিচ থেকে তোলা হয়নি। প্রচণ্ড ঠান্ডা আর ঘন কুয়াশায় জাহাজটি তোলার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তবে আজ জাহাজটি তোলার ব্যাপারে প্রক্রিয়া শুরু হতে পারে। জাহাজটি তোলার পর জাহাজ থেকে কয়লা নামানো শুরু হবে।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জেএইচএম গ্রুপের লজিস্টিক ব্যবস্থাপক রাহুল দেব বিশ্বাস বলেন, আজ উদ্ধারপ্রক্রিয়া শুরু করা হবে।