জামালপুরে ঝড়ে গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু

জামালপুর জেলার মানচিত্র

জামালপুরের মেলান্দহ উপজেলায় ঝড়ে গাছ চাপা পড়ে মো. সুজন মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। তিনি ওই বাজারের মুদিদোকানদার ছিলেন। গাছচাপায় দোকানের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। দোকানের মধ্যে সুজন মিয়া একাই ছিলেন। এ সময় দোকানের পাশে থাকা একটি বড় বটগাছ দোকানের ওপর উপড়ে পড়ে। গাছের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ১১টার দিকে গাছ কেটে তাঁর লাশ উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, ঝড়ে বিশাল আকারের একটি বটগাছ উপড়ে পড়ে ওই দোকানের ওপর। এতে গাছের নিচে ওই ব্যক্তি চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় গাছের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।