সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ঘুরে এল এনডিসির প্রতিনিধিদল

বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন ঘুরতে আসা ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি প্রতিনিধিদল
ছবি: প্রথম আলো

শিক্ষাসফরের অংশ হিসেবে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন ঘুরে এল ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি প্রতিনিধিদল। দলটিতে সাত দেশের সামরিক বাহিনীর ২৩ কর্মকর্তা ছাড়াও ঢাকার এনডিসির প্রশিক্ষকেরা ছিলেন।

মেজর জেনারেল সৈয়দ তারেক হুসাইন, ওএসপি, এডব্লিউসি, পিএসসির নেতৃত্বে প্রতিনিধিদলটি আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে আসে।

এ সময় তাদের ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমান। পরে জেলা প্রশাসক বাগেরহাটের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এনডিসি দলকে ব্রিফিং করেন। এ সময় সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও হজরত খান জাহানের (রহ.) মাজারের আন্তর্জাতিক ভ্রমণ গন্তব্য হিসেবে তাৎপর্য ও সম্ভাবনা তুলে ধরা হয়। এ ছাড়া স্থানীয় জনগণের আর্থসামাজিক বিষয় ও বিভিন্ন উন্নতিকল্পে দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।


এনডিসির এই প্রতিনিধিদলে বাংলাদেশ সেনাবাহিনীর আটজন ব্রিগেডিয়ার জেনারেল ও তিনজন মেজর, নৌবাহিনীর একজন কমোডর, বিমানবাহিনীর একজন এয়ার কমোডর, সিভিল সার্ভিসের তিনজন যুগ্ম সচিব ও বন্ধুপ্রতিম দেশের (মিসর, ভারত, কেনিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কা ও সুদান) সশস্ত্র বাহিনীর ছয়জন সদস্য রয়েছেন বলে জানা গেছে।

এর আগে সোমবার বিকেলে মোংলা হয়ে সুন্দরবনের যায় প্রতিনিধিদলটি। সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্র ও পর্যটনকেন্দ্র ঘুরে দেখে তারা। আজ সকাল সোয়া ১০টায় প্রতিনিধিদলটি বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে আসে। তারা বাগেরহাট জাদুঘর, ষাটগম্বুজ মসজিদ ও মসজিদ–সংলগ্ন ঘোড়া দিঘি ঘুরে দেখে। এ সময় বিশ্ব ঐতিহ্য ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট সম্পর্কে তাদের ব্রিফ করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিচালিত বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ।

বাগেরহাট ভ্রমণ শেষে প্রতিনিধিদলটি খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্টে যায়।