গোসলের সময় সেলফি তুলতে গিয়ে যমুনায় ডুবে কলেজছাত্রের মৃত্যু

শিশির খান
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশির খান (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে সিরাজগঞ্জের চর মালশাপাড়ার যমুনা নদীর ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় শিশির খান ডুবে যান। পরে গতকাল সন্ধ্যায় রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ওই কলেজছাত্রের লাশটি উদ্ধার করে।

শিশির খান সিরাজগঞ্জের পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার আলম খানের ছেলে। তিনি পৌর শহরের রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে বন্ধুদের সঙ্গে যমুনা নদীর ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় গোসল করতে যান শিশির। গোসলের একপর্যায়ে তাঁরা মুঠোফোনে সেলফি তুলছিলেন। এ সময় শিশির নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে অনেক খোঁজাখুঁজি করলেও শিশিরের সন্ধান পাওয়া যায়নি। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, শিশির বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিলেন। গোসলের সময় মুঠোফোনে সেলফি তুলতে গেলে শিশির গভীর পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর গতকাল সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।