উচ্চ শব্দে মাইকে প্রচারণা চালানোয় আওয়ামী লীগের কর্মীকে জরিমানা

আদালতপ্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে রাত আটটার পর উচ্চ শব্দে মাইকে প্রচারণা, গান বাজানো ও আলোকসজ্জা করায় দলটির এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে এ জরিমানা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।

যাঁকে জরিমানা করা হয়েছে, তাঁর নাম কাউসার আহমেদ (৫৯)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শিমলাইলকান্দি এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থক।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর থেকে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ এলাকায় আওয়ামী লীগের প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষে উচ্চ শব্দে মাইকে প্রচার, গান বাজানো ও আলোকসজ্জা করেন আওয়ামী লীগ ও এর সংগঠনের নেতা-কর্মীরা। রাত আটটার পরও এসব কর্মকাণ্ড চলছিল, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আওয়ামী লীগ কর্মী কাউসার আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে কাউসার আহমেদ দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাত আটটার পর মাইকে উচ্চ শব্দ ব্যবহার, কনসার্ট ও আলোকসজ্জার মাধ্যমে প্রচার চালানোর দায়ে কাউসার আহমেদ নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।