রাতে গোয়াল থেকে গরু চুরি, সকালে পাওয়া গেল হাড়গোড়–চামড়া

চুরিপ্রতীকী ছবি

ভোরে ফজরের নামাজের পর প্রতিদিনের মতো গোয়ালঘরের দিকে যান আবদুর রহমান। সেখান থেকে গাভি বের করতে গিয়ে দেখেন ঘরটি ফাঁকা। পরে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির অদূরে সড়কের পাশে তিনি গরুর চামড়া ও হাড়গোড় দেখতে পান।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আবদুর রহমান একই এলাকার বাসিন্দা ও পূর্ব মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার রাতে ওই গ্রামের হানিফ হাওলাদারের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে। ফলে একই রাতে গ্রামটি থেকে পাঁচটি গরু খোয়া গেছে। এমন ঘটনায় তাঁরা আতঙ্কিত।

আবদুর রহমান বলেন, ‘রোববার সন্ধ্যায় একটি গাভি গোয়ালঘরে রেখে আসি। সোমবার (গতকাল) ভোরে ফজরের নামাজ পড়ে গোয়ালঘর থেকে গরুটি নামাতে যাই। কিন্তু গোয়ালঘর ফাঁকা। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে একটু দূরে গিয়ে দেখি, সড়কের পাশে আমার গরুর চামড়া ও হাড়গোড় পড়ে আছে। চোরের সাহস দেখে বাড়িতে থাকতেই ভয় লাগছে।’

এমন ঘটনায় এলাকায় ভীতি সৃষ্টি হয়েছে বলে জানান মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার নাসির। তিনি বলেন, চুরির ঘটনা রোধে আপাতত এলাকাবাসীর উদ্যোগে পাহারা জোরদার করা হচ্ছে।

অন্যদিকে ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ।