গণসমাবেশ শেষে রাত ৮টার দিকে রাজশাহীতে মোবাইল ইন্টারনেট সংযোগ সচল

বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরুর পর থেকে মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়
ছবি: প্রথম আলো

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয় শনিবার বেলা ১১টায়। এরপরই মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। ইন্টারনেটও বিচ্ছিন্ন হয়ে যায়। গণসমাবেশ শেষ হওয়ার পর মোবাইল নেটওয়ার্ক ফিরলেও রাত আটটার দিকে সচল হয় ইন্টারনেট।

বিএনপির গণসমাবেশের ক্ষেত্রে পুলিশ আটটি শর্ত দিয়েছিল। এর মধ্যে ছিল সমাবেশস্থলে বিএনপি ব্রডব্যান্ড ও রাউটার ব্যবহার করতে পারবে না। বিএনপি সমাবেশ মঞ্চের বাঁ পাশে সাংবাদিকদের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা করেছিল। তবে সেটিও বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। ফলে দিনভর সাংবাদিকেরা ঘটনাস্থল থেকে ঢাকায় সংবাদ সরবরাহ করতে পারেননি। বাধ্য হয়ে সাংবাদিকদের কার্যালয়ে ফিরে কাজ করতে হয়েছে।

মুঠোফোনে ইন্টারনেট সংযোগ না থাকায় রাজশাহী শহরের মানুষ সমস্যায় পড়েন। তাঁরা ইন্টারনেট চালাতে পারেননি। সমাবেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে কথা বলেন বিএনপির নেতারাও।

বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘সরকার গাড়িঘোড়া বন্ধ করেও ক্ষান্ত হয়নি। গায়েবি মামলা দিয়ে ক্ষান্ত হয়নি। আপনারা শুনে আশ্চর্য হবেন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য টেলিভিশনে যাতে লাইভ না দেখাতে পারে, টেলিভিশন কর্তৃপক্ষ তাঁর বক্তব্য যাতে প্রচার না করতে পারে, সে জন্য আজ ভোর থেকে ইন্টারনেটের প্রতিটা লাইন কেটে দেওয়া হয়েছে।’