তালায় বাল্যবিবাহ করতে আসা বরকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড

বাল্যবিবাহ

সাতক্ষীরার তালা উপজেলায় অপ্রাপ্তবয়স্ক এক স্কুলছাত্রীকে বিয়ে করতে আসায় বরকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুস এ দণ্ড দেন। এ সময় কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তার বিয়ের উদ্যোগ নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দেন তিনি।

তালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, আজ দুপুর ১২টার দিকে উপজেলার একটি ইউনিয়নে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে—এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে যান তাঁরা। সেখানে দেখেন, বিয়ের অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হয়েছে। এক পাশে চলছে রান্নাবান্না ও বিয়ের আয়োজন। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন থেকে বরসহ বরপক্ষের অতিথিরা কনেবাড়িতে পৌঁছান। এ সময় তিনি (নাজমুন নাহার) অভিভাবকের কাছ থেকে জন্মসনদ নিয়ে দেখেন, কনের বয়স সাড়ে ১৫ বছর।

নাজমুন নাহার আরও বলেন, বাল্যবিবাহ বন্ধ করে বর ও কনেকে নিয়ে তিনি তালা উপজেলার পাটকেলঘাটায় সহকারী কমিশনার (ভূমি) অফিসে হাজির হন। সেখানে বেলা একটার দিকে সহকারী কমিশনার (ভূমি) রহুল কুদ্দুস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন। এ সময় কনের বিয়ের উদ্যোগের বিষয়ে ১৮ বছর না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেন। শর্ত ভঙ্গ করলে ১০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের দণ্ডাদেশ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। কনের পক্ষে চাচা মুচলেকা দিয়ে বলেন, তাঁর ভাইজিকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না। পাশাপাশি তার পড়াশোনা অব্যাহত রাখবেন।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার উপপরিদর্শক জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল।