বালু-পাথর তোলা নিয়ে উপদেষ্টাকে প্রশ্ন করার পর সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে অবৈধভাবে বালু–পাথর তোলা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দাওধারা-কাটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শেরপুর সফরে যান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর অংশ হিসেবে উপজেলার দাওধারা–কাটাবাড়ি এলাকা পরিদর্শনে যান তিনি। সেখানে সরকারিভাবে একটি পর্যটনকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বন বিভাগ বিরোধিতা করে আসছে। বন বিভাগের মতে, জায়গাটি বন্য হাতির চলাচলের পথ এবং সামাজিক বনায়নের আওতায় রয়েছে।
সাংবাদিকেরা জানান, এলাকাটি পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখ হন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে সাংবাদিকেরা ওই এলাকায় অবৈধভাবে বালু–পাথর উত্তোলন এবং বনের মধ্যে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার বিষয়ে উপদেষ্টার অবস্থান জানতে চান। এ প্রশ্ন শুনে সেখানে উপস্থিত কিছু ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে উপদেষ্টা স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে গাড়িবহর নিয়ে এগিয়ে যান। এ সময় সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা সাংবাদিকদের ধাওয়া দিয়ে ঘিরে ধরে কিলঘুষি মারতে থাকেন।
এতে এখন টিভির প্রতিনিধি জাহিদুল খান, বাংলা টিভির নাঈম ইসলাম, সময় টিভির ক্যামেরা পারসন বাবু চক্রবর্তী, বাংলাদেশ খবরের শাহরিয়া শাকির আহত হন। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাছুদ হাসান বলেন, ‘সাংবাদিকেরা দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তিনি উপদেষ্টার গাড়ির সঙ্গে ছিলেন। পেছনে হট্টগোল হচ্ছিল শুনতে পেয়েছেন। সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ব্যাপারে অভিযোগ দেওয়া হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।