নেত্রকোনা জেলা ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি অনিক, সম্পাদক শামছুল

নেত্রকোনা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদাছবি: সংগৃহীত

নেত্রকোনা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অনিক মাহবুব চৌধুরীকে সভাপতি ও শামছুল হুদা ওরফে শামীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

সভাপতির দায়িত্বপ্রাপ্ত অনিক মাহবুব চৌধুরী সদ্য বিলুপ্ত কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন। আর শামছুল হুদা সহসভাপতি ছিলেন।

৯ সদস্যবিশিষ্ট আংশিক ওই কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মাজহারুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকশেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক এস এম সোহাগ (যুগ্ম সম্পাদক পদমর্যাদায়) এবং দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান (যুগ্ম সম্পাদক পদমর্যাদায়)। এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটি গঠনের ঘোষণার পর ছাত্রদলের নেতা-কর্মীরা আনন্দমিছিল করেন
ছবি: সংগৃহীত

নতুন কমিটি গঠনের ঘোষণা আসার পর জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় ছাত্রদলের নেতা-কর্মীরা অভিনন্দন জানিয়ে আনন্দমিছিল করেন। গতকাল রাত ৯টার দিকে শহরের ছোট বাজার এলাকায় দলীয় কার্যালয়ে সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামছুল হুদাকে ফুলের মালা পরিয়ে শহরের বিভিন্ন সড়কে আনন্দমিছিল করা হয়। পরে একই স্থানে গিয়ে দলীয় নেতা-কর্মীরা বক্তব্য দেন।

অনিক মাহবুব চৌধুরী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে নেত্রকোনা ছাত্রদল জনকল্যাণে কাজ করবে। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন।