নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বাধা ও হামলার অভিযোগ সংসদ সদস্যের

নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বাধা ও হামলার অভিযোগ তুলে সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনের সংবাদ সম্মেলন। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনেছবি: প্রথম আলো

টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুন অর রশিদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে বাধা, হামলা ও সন্ত্রাসের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য ছানোয়ার হোসেন। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি নানা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ছানোয়ার হোসেন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অনুমতি ও সমর্থনক্রমে নির্বাচনকে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে বিনষ্ট করার জন্য একটি মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমার বিভিন্ন নির্বাচনী ক্যাম্প ও কর্মীদের ওপর হামলা করা হচ্ছে।’

ছানোয়ার হোসেন বলেন, ৭ ডিসেম্বর মগড়া ইউনিয়নে তাঁর কর্মী আজমত আলীকে মারধর করা হয়েছে। ১৯ ডিসেম্বর আয়নাপুর হাটে ঈগল প্রতীকের কার্যালয় ভাঙচুর করে নেতা–কর্মীদের হুমকি দেওয়া হয়। ১৯ ডিসেম্বর বাঘিল ইউনিয়নের চাকতা গ্রামে তাঁর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও তিন কর্মীকে মারধর করা হয়। ২২ ডিসেম্বর দাইন্যা ইউনিয়নের লাউজানা গ্রামে তাঁর কর্মী সাবেক বিজিবি সদস্য আবদুল হামিদের বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ২৩ ডিসেম্বর শহরের নতুন বাস টার্মিনাল ও ইন্দ্র বেলতা গ্রামে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ২৪ ডিসেম্বর যুগনী হাটখোলায় নির্বাচনী কার্যালয়ে হামলা ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে।

হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী মামুন অর রশিদকে দায়ী করে ছানোয়ার হোসেন বলেন, ‘প্রতিটি ঘটনায় লিখিতভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটি ও থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এরপরও কোনো সুরাহা পাচ্ছি না। আমার নেতা-কর্মীরা আতঙ্কের মধ্যে আছেন।’

অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী মামুন অর রশিদ প্রথম আলোকে বলেন, নৌকার প্রতি জনসমর্থন দেখে ভীত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে ছানোয়ার হোসেন এসব অভিযোগ করছেন। প্রতীক পাওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় তাঁর কর্মীদের ওপর হামলা হচ্ছে। সর্বশেষ বাঘিল ইউনিয়নে তাঁর কর্মীদের ওপর সন্ত্রাসী বাহিনী গুলি করেছে।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। তাঁর জায়গায় মনোনয়ন পেয়েছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মামুন অর রশিদ। ছানোয়ার হোসেন মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।