কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ১০

গোপালগঞ্জ জেলার মানচিত্র

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে কৃষক লীগ নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের সিতাইকুন্ড গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাধাগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন হাওলাদারের সঙ্গে একই এলাকার মাসুদ শেখের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই জমিতে মাসুদ শেখ একটি ঘর নির্মাণ করেন। আওলাদ হোসেন লোকজন নিয়ে ওই ঘর ভেঙে দেন। এ সময় মাসুদ শেখ তাঁর লোকজন নিয়ে বাধা দিতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিরা হলেন মাসুদ শেখ (৪৫), সাইফুল শেখ (৩৫), ছাদেকুর শেখ (১৯), আবদুল লতিফ শেখ (৫৮), মাহামুদ হাওলাদার (২৮), মোরশেদ আলম (২০), উজ্জল হাওলাদার (৪০) ও আওলাদ হোসেন হাওলাদার (৬৫)। তাঁদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইব্রাহীম জানান, মারামারির ঘটনায় যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মাসুদ শেখ প্রথম আলোকে বলেন, সিতাইকুন্ড গ্রামের মৃত আবুজাল হাওলাদারের ছেলে বশার হাওলাদারের কাছ থেকে ২০ বছর আগে তিনি জমি কিনে ভোগদখল করে আসছেন। তিনি ওই জমিতে একটি ঘর নির্মাণ করেছিলেন। এখন জাল দলিল তৈরি করে কৃষক লীগ নেতা আওলাদ হোসেন জমিটি নিজের বলে দাবি করছেন। তিনি অন্যায়ভাবে তাঁর (মাসুদ) ঘরটি ভেঙে দেন। তিনি বাধা দিতে গেলে আওলাদ হোসেন লোকজন নিয়ে তাঁদের মারধর করেন।

অভিযোগের বিষয়ে কৃষক লীগ নেতা আওলাদ হোসেন হাওলাদার বলেন, ‘মাসুদ শেখ আমার জমিতে ঘর তুলে ভোগদখল করে আসছেন। আমি জমিটি দখলমুক্ত করতে গেলে মাসুদ শেখ লোকজন নিয়ে আমাদের মারধর করেছেন।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।