সরকার পতনের এক দফা দাবিতে বগুড়ায় বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা

সরকার পতনের এক দফা দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে বগুড়ায় পদযাত্রা করেছেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা
ছবি: প্রথম আলো

সরকার পতনের এক দফা দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে বগুড়ায় পদযাত্রা করেছেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। আজ বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) কেন্দ্রীয় কমিটি। বগুড়া জেলা জজ আদালতের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের আদালত চত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বগুড়া জেলা ইউনিটের সভাপতি আলী আজগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইউএলএফের প্রধান সমন্বয়ক ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব এম মাহবুব উদ্দিন (খোকন), সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাসেদ প্রমুখ।

কায়সার কামাল বলেন, ‘একমাত্র শেখ হাসিনার আইনজীবী ছাড়া দলমতের ঊর্ধ্বে থেকে বাংলাদেশের আইনজীবীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন। ইউএলএফের নেতৃত্বে আইনজীবীরা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ছাড়াও ভোটাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন কায়েম, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করছেন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আইনজীবীরা ঘরে ফিরে যাবেন না।’

এম মাহবুব উদ্দিন বলেন, ‘বিচার বিভাগের কাছে দেশের সাধারণ মানুষ ন্যায়বিচারের আশায় আসেন। কিন্তু কিছুসংখ্যক বিচারক যখন বলেন, “আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ”, তখন বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের আস্থা থাকে না।’ ব্যারিস্টার রুহুল কুদ্দুস বলেন, দেশের বিচার বিভাগের ওপর সরকার নগ্ন হস্তক্ষেপ করছে। যত দিন পর্যন্ত সরকারের পতন না হয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনব্যবস্থা চালু না হয়, তত দিন পর্যন্ত আইনজীবীরা রাজপথ ছাড়বেন না।

সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান, ইউএলএফের কেন্দ্রীয় সমন্বয়ক মোহসিন রশিদ, কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার, এ কে এম এহসানুর, মামুন মাহবুব, সুপ্রিম কোর্ট ইউনিটের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি জব্বার ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম, সদস্য খন্দকার রেজাউল করিম, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাংগঠনিক সম্পাদক শহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।