খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতিতে ১৪ জেলায় তেল সরবরাহ বন্ধ
খুলনার ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ওই ইউনিয়নের শ্রমিকেরা। তাঁদের এই কর্মসূচির কারণে পদ্মা, মেঘনা, যমুনার ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে।
বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা মেঘনা ও যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি আজ রোববার বেলা দেড়টায় কর্মবিরতির ডাক দেন। এতে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪টি জেলায় তেল সরবরাহ বন্ধ আছে।
শ্রমিকনেতারা জানান, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আযিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ট্যাংকলরি ইউনিয়নের শ্রমিকেরা যে যেখানে ছিলেন, সেখানেই গাড়ি রেখে প্রতিবাদ শুরু করেছেন। নগরের নতুন রাস্তার কাছে বিআইডিসি সড়কের কাশীপুর মোড়ে বেলা দেড়টার দিক থেকে শ্রমিকেরা সড়কের ওপর এলোমেলোভাবে ট্যাংকলরি রেখে যান চলাচল বন্ধ করে দেন। এতে বিআইডিসি সড়ক দিয়ে খালিশপুর হয়ে দৌলতপুরের দিকে যান চলাচল করতে পারছে না। বিকেল সাড়ে চারটা পর্যন্ত সড়কে শ্রমিকেরা স্লোগান দিচ্ছিলেন।
বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মীর মোকসেদ আলী প্রথম আলোকে বলেন, বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আযিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ট্যাংকলরি শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। এতে বৃহত্তর খুলনা ও ফরিদপুরের ১৪ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। মালিক শ্রমিক ও পরিবেশকেরা সিদ্ধান্ত নিয়েছেন যতক্ষণ পর্যন্ত আলী আজিমকে জামিন না দেওয়া হবে ততক্ষণ জ্বালানি তেল উত্তোলন, পরিবেশন ও বিপণন বন্ধ থাকবে।
খালিশপুর থানা সূত্রে জানা গেছে, গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেনসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আযিমও একজন আসামি। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস শেখ বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় আজ রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খুলনা নগরের খালিশপুরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর মামলায় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সঙ্গে শ্রমিকনেতাদের কোনো ঝামেলা নেই। একজন এজাহারভুক্ত আসামিকে আমরা শুধু গ্রেপ্তার করেছি। এ কারণে শ্রমিকেরা একটু শোডাউন করছেন। তাঁরা নিজেদের মধ্যে সভায় বসেছেন, সমস্যার সমাধান হয়ে যাবে।