মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ধর্ষণ
প্রতীকী ছবি

মাদারীপুরে নবম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাজৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। মামলায় শামীম ফকির ওরফে হাসান (২৪) নামের এক তরুণ ও এক কিশোরকে আসামি করা হয়েছে।

এদিকে ঘটনার পর অভিযুক্ত শামীম ফকির ও ওই কিশোরকে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। মামলা হওয়ার পর পুলিশ আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে। গ্রেপ্তার শামীম রাজৈর উপজেলার বাসিন্দা। আটক কিশোরের বাড়িও একই এলাকায়।

মামলার এজাহার ও ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, স্কুলছাত্রীর সঙ্গে প্রায় এক মাস আগে মুঠোফেনে পরিচয় হয় শামীম ফকিরের। এরপর গত শনিবার বিকেলে ওই ছাত্রীকে দেখা করার কথা বলেন শামীম। মেয়েটি তার নানার বাড়ি যাওয়ার পথে ওই তরুণের সঙ্গে দেখা করে। এরপর শামীম ও তাঁর সহযোগী ওই কিশোর ওই স্কুলছাত্রীকে উপজেলার একটি নির্জন এলাকায় নিয়ে যায়। শামীমও মেয়েকে ধর্ষণ করেন। তাঁকে সহযোগিতা করে ওই কিশোর। রাত ১১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্কুলছাত্রীর সঙ্গে প্রায় এক মাস আগে মুঠোফেনে পরিচয় হয় শামীম ফকিরের।

মামলার বাদী ওই স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ের জীবনটা ওরা শেষ করে দিয়েছে। ওদের বিচার চাই।’

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় ঘোষ বলেন, ধর্ষণের ঘটনায় থানায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের আদালতে হাজির করা হবে।