সাঈদীর জন্য শোক প্রকাশ করায় জগন্নাথপুরে ছাত্রলীগের ৫ নেতাকে অব্যাহতি

সুনামগঞ্জ জেলার মানচিত্র

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ছাত্রলীগের পাঁচ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভায় আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আহমদ ও জুয়েল মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শিপন আহমদ তালুকদার, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহিম হোসাইন এবং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সৈয়দ রোম্মান।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত বলেন, সাজাপ্রাপ্ত চিহ্নিত মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তাঁরা দলীয় শৃঙ্খলাবিরোধী কাজ করেছেন। তাই জরুরি সভা ডেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন