শিক্ষকের বেত্রাঘাতে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার বরুড়া উপজেলায় একটি মাদ্রাসায় শিক্ষকের বেত্রাঘাতে সিহাব হোসেন (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার দুপুরে ঢাকায় নেওয়ার পথে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মেড্ডা জামিয়া মাতিনিয়া দারুল উলুম মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক আবদুর রবকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য রাতে থানায় ডেকে এনেছে পুলিশ।

সিহাব হোসেন বরুড়া উপজেলার ঝলম শশিয়া গ্রামের আবদুস শুক্কুরের ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিহাব ওই মাদ্রাসায় শিক্ষক আবদুর রবের অধীনে নুরানি বিভাগে পড়ত। পড়া না পারায় সাত থেকে আট দিন আগে তাকে বেদম বেত্রাঘাত করেন আবদুর রব। এতে সিহাব অসুস্থ হয়ে পড়ে।

খবর পেয়ে তার বাবা আবদুস শুক্কুর ছেলেকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যান এবং স্থানীয়ভাবে চিকিৎসা করান। অবস্থার অবনতি হলে আজ দুপুরে সিহাবকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য রওনা দেন পরিবারের সদস্যরা। পথে তার মৃত্যু হয়।

জানতে চাইলে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার উদ্দিন মজুমদার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সিহাবের মা–বাবার পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। এলাকাবাসীর কাছ থেকে শুনে শিক্ষক আবদুর রবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।