পাহাড়-নদী পেরিয়ে গণিতের উৎসবে

ডাচ্‌–বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। গতকাল কক্সবাজারে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে
প্রথম আলো

কোনো মৌলিক সংখ্যা কি ঋণাত্মক হতে পারে? মাইনাসে মাইনাসে প্লাস হয় কেন? গণিতের সর্বপ্রথম সংখ্যা কোনটি? শূন্য দিয়ে ভাগ দেওয়া যায় না কেন? বাংলাদেশের আয়তন বলি কিন্তু ক্ষেত্রফল বলা হয় না কেন? শূন্য জোড় নাকি বিজোড়? কক্সবাজারের আঞ্চলিক গণিত উৎসবে এমন সব মজার প্রশ্ন করেছে শিক্ষার্থীরা।

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের ৮ ও ৯ নম্বর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। পর্ব দুটি অনুষ্ঠিত হয় কক্সবাজার ও দিনাজপুরে।

কক্সবাজারের আঞ্চলিক পর্ব হয় শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। অনলাইনে বাছাই শেষে এ পর্বে কক্সবাজার ও বান্দরবান জেলার শিক্ষার্থীরা অংশ নেয়। গণিত জয়ের আশায় শীত উপেক্ষার পাশাপাশি তাদের পাড়ি দিতে হয়েছে পাহাড়-নদী।

প্রশ্ন করছে এক শিক্ষার্থী। গতকাল দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে
মঈনুল ইসলাম

সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কক্সবাজার উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ কে ফজলুল করিম চৌধুরী।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন। এ সময় বক্তব্য দেন কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা মোর্শেদা, কক্সবাজার মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. রমজান আলী প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস। জাতীয় সংগীত পরিবেশন করেন কক্সবাজার বন্ধুসভার সদস্যরা। সঞ্চালনায় ছিলেন কক্সবাজার বন্ধুসভার সভাপতি উম্মে সাদিয়া হোসেন সিকদার।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক ঘণ্টার গণিত পরীক্ষা শুরু হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনির হাসান, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক নারায়ণ দেব, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মুহম্মদ জাফর ইকবাল বলেন, একজন মানুষের গড় আয়ু এখন ৭৪ বছর। এই আয়ু দিয়েই জীবনকে উপভোগ করতে হবে। জীবন উপভোগের সবচেয়ে সোজা রাস্তা অন্য মানুষের জন্য কিছু করা।

প্রশ্নোত্তর পর্ব চলাকালে সুন্দর প্রশ্নের জন্য শিক্ষার্থীদের হাতে বিজ্ঞানচিন্তাকিশোর আলো ম্যাগাজিন পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। এ পর্বে মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলার শপথ করানো হয় শিক্ষার্থীদের।

কক্সবাজার আঞ্চলিক পর্ব থেকে প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার ক্যাটাগরিতে ২৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের পদক, টি-শার্ট ও সনদ দেওয়া হয়। এই শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় গণিত উৎসবে অংশ নেবে।

দিনাজপুর

দিনাজপুর আঞ্চলিক গণিত উৎসবের আসর বসেছিল দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

সকাল নয়টায় সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওয়াদুদ মণ্ডল।

দিনাজপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক অপূর্ব রায় ও গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর জাহিদ হোসাইন খান।

নির্ধারিত পরীক্ষা শেষে দিনাজপুর বন্ধুসভার সভাপতি মুনিরা শাহনাজ চৌধুরীর সঞ্চালনায় হয় প্রশ্নোত্তর পর্ব।

প্রশ্নের উত্তর দেন দুপ্ততইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক একরামুল হক, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শাহনেওয়াজ হোসেন, বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ সানাউল্লাহ প্রমুখ। এ পর্ব থেকে জাতীয় উৎসবের জন্য ৪ ক্যাটাগরিতে ২৯ শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

আজ শুক্রবার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও রংপুর আঞ্চলিক পর্বের উৎসব। ঢাকায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় গণিত উৎসবের জন্য শিক্ষার্থী বাছাইয়ের জন্য এভাবে মোট ২০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের আয়োজন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। উৎসবের খবর মিলবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট এবং অফিশিয়াল ফেসবুক পেজে।