মাছবোঝাই পিকআপের ধাক্কায় এসআই নিহত, চালক আটক

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে মাছবোঝাই একটি পিকআপের চাপায় ট্রাফিক পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় জড়িত পিকআপচালককে এরই মধ্যে আটক করেছে পুলিশ।

নিহত এসআইয়ের নাম মো.জামাল উদ্দিন (৫৬)। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের সদর উপজেলায়। তিনি গাজীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। থাকতেন পুলিশের ব্যারাকে। তাঁর পরিবার থাকে টাঙ্গাইলের বাড়িতে। জামাল পুলিশের চাকরিতে যোগ দেন ১৯৮৬ সালে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা যায়, আজ সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ মোড়ে দায়িত্বপালন করছিলেন জামাল উদ্দিন। সকাল সাড়ে ছয়টার দিকে উত্তরবঙ্গগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের কাগজপত্র দেখছিলেন তিনি। এ সময় একই দিকে যাচ্ছিল মাছবোঝাই আরেকটি পিকআপ।

জামাল উদ্দিন ওই পিকআপকে থামার জন্য ইশারা দেন। পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি জামাল উদ্দিনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন জামাল উদ্দিন। পরে আশপাশের লোকজন উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পল্লী বিদ্যুৎ শাখা কার্যালয়ের পরিদর্শক নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, জামাল উদ্দিন দায়িত্বরত ছিলেন। এর মধ্যে হঠাৎ একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি বুকে ও কোমরে গুরতর আঘাত পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপের চালককে আটক করে মৌচাক পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।