পাবনায় পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

পাবনার সুজানগরে পুলিশের বাধায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচি পণ্ড হয়ে যায়। মঙ্গলবার দুপুর সুজানগর থানা মোড়েছবি: প্রথম আলো

পাবনার সুজানগর উপজেলায় পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল কর্মসূচি পণ্ড হয়ে গেছে। পরে নেতা-কর্মীরা মিছিল না করে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, দুপুর ১২টার দিকে উপজেলা সদরের মানিকদীর মাঠে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হন। একপর্যায়ে সেখান থেকে তাঁরা দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কিছুদূর যাওয়ার পর থানা মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। বাধা ঠেলে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে সামনে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়। একপর্যায়ে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হলে মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে নেতা-কর্মীরা আবার মানিকদীর মাঠে ফিরে পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদ খান, আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা শান্তিপূর্ণভাবে মিছিলটি বের করেছিলেন। কিন্তু অকারণে তাঁদের মিছিলটি পণ্ড করে দিয়েছে পুলিশ।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস বলেন, পুলিশ স্বৈরাচার সরকারের আজ্ঞাবহ হয়ে গেছে। বিভিন্নভাবে বাধার সৃষ্টি করছে। কিন্তু কোনো বাধায় আর কাজ হবে না। এই সরকারের পতন ঘটিয়েই বিএনপি নেতা-কর্মীরা ঘরে ফিরবেন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, কারও কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। তাঁরা নিজেরাই ঝামেলা করে চলে গেছে। এ বিষয়ে বেশি কিছু বলতে চাননি তিনি।