নরসিংদীতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সানি (২২) ও শাহীন (২৩)। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায়। আহত সায়েমের (২৪) বাড়িও ওই এলাকায়।


পুলিশ সূত্রে জানা যায়, রূপগঞ্জের গাউছিয়া থেকে ১৪-১৫ জন তরুণ-কিশোর পাঁচটি মোটরসাইকেলে চেপে কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীর সেতুসংলগ্ন স্থানে ঘুরতে যান। সন্ধ্যার পর তাঁরা বাড়ির উদ্দেশে রওনা হন। সাড়ে সাতটার দিকে তাঁরা ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর আঞ্চলিক পাসপোর্ট অফিসসংলগ্ন দগরিয়া এলাকায় পৌঁছান। এ সময় একটি বাস আরেকটি বাসকে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ওই মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন।
সঙ্গে থাকা বন্ধুরা ওই মোটরসাইকেলের আরোহী সানি, শাহীন ও সায়েমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সানি ও শাহীনকে মৃত ঘোষণা করেন। সায়েমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান জানান, তিনজনের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। আরেকজনের অবস্থাও গুরুতর। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। দুজনের মৃত্যু হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।