সারা দেশে প্রশিক্ষণ পাবেন সাড়ে ২৩ লাখ মানুষ

গতকাল ধামরাইয়ের ঋষিপাড়া এলাকায় ‘ডিজিটাল ইনক্লুশন’ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে আসেন প্ল্যান ইন্টারন্যাশনাল, টেলিনর ও গ্রামীণফোনের কর্মকর্তারা।

ঢাকার ধামরাইয়ের ঋষিপাড়ায় প্ল্যান ইন্টারন্যাশনাল, টেলিনর এবং গ্রামীণফোনের যৌথ উদ্যোগে ‘ডিজিটাল ইনক্লুশন’ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে আসেন এ তিন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। পরে প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীসহ উপস্থিত সবার সঙ্গে ছবি তুলেন তাঁরা
প্রথম আলো

ঢাকার ধামরাই উপজেলার গৃহিণী যুগ রানী। ঘরে বাঁশ দিয়ে নানা ধরনের ঝুড়ি বানান তিনি। সম্প্রতি তিনি প্রশিক্ষণ নিয়েছেন কীভাবে ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসা করা যায়। এখন তিনি নিজের বানানো ঝুড়ি অনলাইনে বিক্রির স্বপ্ন দেখছেন।

প্ল্যান ইন্টারন্যাশনাল, টেলিনর ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে ‘ডিজিটাল ইনক্লুশন’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়েছেন ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ঋষিপাড়ার বাসিন্দা যুগ রানী। তিনি বলেন, ‘দুই ছেলে ভ্যান চালায়। স্বামী কৃষিকাজ করেন। কোনোভাবে সংসার চলে। প্রশিক্ষণ নিছি। এখন অনলাইনে কীভাবে ঝুড়ি বিক্রি করা যায়, শিখেছি।’

গতকাল রোববার ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় ডিজিটাল ইনক্লুশন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে আসেন প্ল্যান ইন্টারন্যাশনাল, টেলিনর ও গ্রমীণফোনের কর্মকর্তারা। এ সময় টেলিনরের হেড অব সাস্টেইনেবিলিটি জোহান মার্টিন, গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেন, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হ্যান্স মার্টিন হেনরিক্সন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল নরওয়ের অ্যাডভাইজর (ওয়াইইই অ্যান্ড ডিজিটাল) আলেকজান্দ্রিয়া কেন্সল্যান্ড লেটেলিয়ারসহ প্রতিষ্ঠান তিনটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা প্রশিক্ষণে ইউটিউবের মাধ্যমে রান্নাবান্না, অনলাইনে জন্মনিন্ধন, স্বাস্থ্যসেবার জন্য ১৬২৬৩ নম্বরে কল দেওয়া, অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করা, আইনি সহায়তা পেতে বিভিন্ন জাতীয় জরুরি সেবার নম্বরে কল দেওয়া, ফেসবুক ব্যবহার করে পণ্য ক্রয়-বিক্রয় এবং প্রতারিত হলে করণীয় সম্পর্কে জেনেছেন ও শিখেছেন বলে জানান। পরে তাঁরা সাভারের ব্যাংক টাউন এলাকায় একই প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে যান।

প্রিয়াঙ্কা রানী বলেন, ‘আগে ফেসবুক কীভাবে চালাইতে হয়, জানতাম না। এখন ফেসবুক ব্যবহার করে কীভাবে ব্যবসা করা যায়, তা শিখেছি।’

সরকারি বিভিন্ন জরুরি সেবায় কল করে কীভাবে তাৎক্ষণিক সেবা পাওয়া যায়, সেটি জেনেছে রিংকী নামের এক কিশোরী। সে বলে, শিশুকে বিবাহ দিতে চাইলে এবং কেউ নির্যাতন করলে হেল্পলাইন ১০৯৮ নম্বরে কল দিতে হবে। পুলিশের সহযোগিতার জন্য ৯৯৯–এ কল দিতে হবে।

প্ল্যান ইন্টারন্যাশনাল, টেলিনর ও গ্রামীণফোনের কর্মকর্তারা জানান, প্রকল্পটির মূল লক্ষ্য দুই বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকার ২৩ লাখ ৫০ হাজার মহিলা, তরুণ ও তরুণীদের ডিজিটাল জ্ঞান, দক্ষতা, সহনশীলতা ও নিরাপদ অনলাইনে দক্ষ করে গড়ে তোলা। তাঁদের অধিকাংশই প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য। প্রকল্পটি চলবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। নির্বাচিত এলাকায় প্রশিক্ষণ দিতে বাড়ির উঠান বা সুনির্দিষ্ট স্থানে এক থেকে দুই দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া কমিউনিটি রেডিওর মাধ্যমেও ডিজিটাল দক্ষতার বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে।