ঈদের আগেই বিদ্যুতের সমস্যার সমাধান হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শেষে নেতা–কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলক হক। শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর বাজারে
ছবি: প্রথম আলো

পবিত্র ঈদুল আজহার আগেই বিদ্যুতের সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘ঈদের আগেই বিদ্যুতের সমস্যা সমাধান হয়ে যাবে। এরই মধ্যে সরকার বিদ্যুৎ-ব্যবস্থার উন্নতি করতে সব রকমের ব্যবস্থা নিয়েছে। আজ সর্ব ক্ষেত্রে যদিও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। যুদ্ধের কারণে অন্যান্য দেশের দ্রব্যমূল্য তিন-চার গুণ বৃদ্ধি পেয়েছে। তবে আমাদের নেত্রীর সুদক্ষ নেতৃত্বের কারণে তেমন কষ্ট হয়নি।’

শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর বাজারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রা শেষে নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষ শান্তিতে থাকেন, নিরাপদ থাকেন। অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর। এই ৫২ বছরের মধ্যে আওয়ামী লীগ মাত্র ২৩ বছর ক্ষমতায় ছিল। বাকি ২৯ বছর জিয়া-এরশাদ আর খালেদা জিয়া। ওই ২৯ বছরে বাংলাদেশের কী উন্নয়ন হয়েছিল, তার হিসাব করুন। আওয়ামী লীগ আছে বলেই শেখ হাসিনা আছে। আর শেখ হাসিনা আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগ, শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন এক ও অভিন্ন। ছয় মাস পর জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে যাতে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ক্ষমতায় আসে, আমরা সেই ব্যবস্থা করব। শুধু গাজীপুর জেলার পাঁচটি আসনে নয়, সারা বাংলাদেশে।’

মন্ত্রী বলেন, ‘সারা দেশে সিটি করপোরেশন নির্বাচন হয়ে গেল। যারা বলেন, নির্বাচন সুষ্ঠু হয় না, তাঁদের মুখে চুনকালি দিয়ে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে, আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে, ভোট ছাড়া কোনো কিছুই হবে না। আমরা হেরে গেলেও গর্বের সঙ্গে বলতে পারি, অহংকার করে বলতে পারি, পরাজয় স্বীকার করি। কিন্তু আমরা জনগণের ভোটের অধিকার হরণ করি না। আমরা মানুষের ভোটের অধিকার রক্ষা করি।’

আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, ‘বর্তমানে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে, যেন নির্বাচন না হয়। এ জন্য তারা একেক দিন একেক যুক্তি দেখায়। তারা বলে, ভোট দিয়ে যারা নির্বাচিত হয়েছে, তাদের পদত্যাগ করতে হবে। কেন পদত্যাগ করতে হবে, পৃথিবীর কোনো দেশে সরকার পদত্যাগ করে নির্বাচন হয়? আপনারা যাদের কাছে নালিশ করতে যান, সেই দেশে কি এমন নিয়ম আছে? বাংলার মানুষ এখন সজাগ। তাই ষড়যন্ত্রকারীরা হালে পানি পাবে না, তারা সফল হবে না। আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে।’

এর আগে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কালিয়াকৈর উপজেলা হলরুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন। পরে একটি শোভাযাত্রা বের করে কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ করে।