এনসিপির মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মৌখিকভাবে কার্যক্রম স্থগিতের কথা জেলা সমন্বয় কমিটিকে জানানো হয়েছে।
গত বুধবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে ওই সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। ৩১ সদস্যবিশিষ্ট কমিটির প্রধান সমন্বয়কারী করা হয় খালেদ হাসানকে। কমিটিতে ৯ জন যুগ্ম সমন্বয়কারী ও ২১ জনকে সদস্য করা হয়। আগামী তিন মাসের জন্য বা আহ্বায়ক কমিটি গঠনের আগপর্যন্ত এ কমিটির জেলা পর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনা করার কথা ছিল।
এদিকে এনসিপির জেলা সমন্বয় কমিটি গঠনের পর কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন এ অভিযোগ তোলেন। এরপর এনসিপি সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ মৌখিকভাবে কার্যক্রম সাময়িক স্থগিত রাখতে জেলা সমন্বয় কমিটিকে নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী খালেদ হাসান আজ শনিবার প্রথম আলোকে বলেন, এনসিপির সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ মৌখিকভাবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে বলেছেন। স্থায়ীভাবে নয়, আপাতত কার্যক্রম বন্ধ আছে।
প্রীতম দাশ প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে কার্যক্রম স্থগিত করা হয়েছে। সমন্বয় কমিটির কিছু সদস্যের বিষয়ে কয়েকজন আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন। যদিও প্রাথমিকভাবে অভিযোগের কোনো সত্যতা মেলেনি। তাঁরা (কমিটির সদস্য) অনেকে আগে নাগরিক কমিটিতে ছিলেন, জুলাই আন্দোলনসহ সরকারবিরোধী আন্দোলন করেছেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখতে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।