লালমনিরহাটে উত্ত্যক্তের প্রতিবাদ করায় অভিভাবকদের ওপর হামলার অভিযোগে মামলা

লালমনিরহাট জেলার মানচিত্র

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি চরের স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় অভিভাবকদের ওপর বখাটেরা হামলা চালিয়েছে অভিযোগে মামলা হয়েছে। গত শনিবার দেওয়া লিখিত অভিযোগ সোমবার মামলা হিসেবে নিয়েছে কালীগঞ্জ থানা-পুলিশ। এসব শিক্ষার্থী কালীগঞ্জ উপজেলায় ভোটমারী এস সি উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম প্রথম আলোকে বলেন, সোমবার অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ডাউয়াবাড়ি চর এলাকার কয়েকজন ছাত্রী বিদ্যালয় থেকে বাড়িতে ফিরছিল। পথে খোর্দ্দ বিছনদই এলাকায় তিস্তার চরে পৌঁছালে ভুট্টাখেতের আড়াল থেকে বের হয়ে আসা কয়েকজন বখাটে তাদের উত্ত্যক্ত করে। সেখানে উপস্থিত একজন ট্রাক্টরচালক ও তাঁর সহকারীর সহায়তায় তারা বাড়িতে ফেরে।

অভিভাবকেরা গত শুক্রবার রাতে ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজ্জাকুল ইসলামকে বিষয়টি জানান। এরপর অভিভাবকদের ওপর বখাটেরা ও তাদের স্বজনেরা লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে চারজন অভিভাবক গুরুতর আহত হন। তাঁদের শুক্রবার রাতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা চার দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় উত্ত্যক্তের শিকার নবম শ্রেণির এক ছাত্রীর বাবা গত শনিবার হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেন।

তাঁদের এলাকায় উচ্চবিদ্যালয় নেই জানিয়ে মামলার বাদী বলেন, ‘আমার মেয়েসহ ডাউয়াবাড়ি চরের ছাত্রীরা এখন অভিভাবক ছাড়া বিদ্যালয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। আসামিদের গ্রেপ্তার করা না হলে মেয়েরা বিদ্যালয়ে যাবে কীভাবে?’

ভোটমারী এস সি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই বিদ্যালয়ে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ও মদাতি এবং হাতীবান্ধার ডাউয়াবাড়ি ইউনিয়নের শিক্ষার্থীরা পড়াশোনা করে। উত্ত্যক্তের ভয়ে ডাউয়াবাড়ি চরের মেয়েরা দুই দিন ধরে বিদ্যালয়ে আসছে না। মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেবে, সেটাই আশা করছি।’