নরসিংদীতে গণমিছিলে হামলার অভিযোগে ৮৩ জনের বিরুদ্ধে মামলা
নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের গণমিছিলে হামলার ঘটনায় জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৩ জন নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল রোববার রাতে নরসিংদী মডেল থানায় মামলাটি করেন আইনজীবী শিরিন আক্তার। এ মামলার আসামিরা নরসিংদী সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলামের সমর্থক।
এর আগে ২ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা গণমিছিলসহ নরসিংদী আদালতের দিকে যাচ্ছিলেন। শহরের উপজেলা মোড় এলাকায় পুলিশের উপস্থিতিতে তাঁদের বাধা দেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে ছত্রভঙ্গ করতে হামলা চালানো হলে অন্তত ১২ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন।
মামলার আসামিরা হলেন নরসিংদী জেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দীপক সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক এস এম কাইয়ুম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা, জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি ও সাধারণ সম্পাদক জুবায়েত সরকার, শহর ছাত্রলীগের সভাপতি এস এম ওয়াজেদ, সাধারণ সম্পাদক আনিক আহমেদ রিয়েলসহ প্রমুখ।
মামলার বাদী আইনজীবী শিরিন আক্তার বলেন, ‘২ আগস্ট দুপুরে শিক্ষার্থীদের গণমিছিলে আমিও অংশ নিয়েছিলাম। ওই দিন আসামিরা হামলা চালিয়ে যাদের আহত করেছিল, তাদের মধ্যে আমরা মা-ছেলেও রয়েছি। আসামি দীপক সাহা একটা কাঠ দিয়ে সজোরে আমার পিঠে আঘাত করেন। আমাকে বাঁচাতে ছেলে এগিয়ে এলে তার মাথায় রামদা দিয়ে আঘাত করা হয়। এ সময় মাথা ফেটে গেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। ছেলে অচেতন হয়ে গেলে তাকে মৃত ভেবে পৈশাচিক আনন্দ করেছিল তারা। ঢাকা মেডিকেল কলেজে এত দিন ভর্তি রেখে চিকিৎসায় ব্যস্ত থাকায় লিখিত অভিযোগ জমা দিতে দেরি হয়েছে।’
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, আইনজীবী শিরিন আক্তারের দেওয়া লিখিত অভিযোগটি গতকাল রাতে মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।