উত্তরের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেওয়া হলো তিনটি ওভারপাস ও একটি সেতু

আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ৩৯ মিটার দৈর্ঘ্যের মুলিবাড়ী ওভারপাস এলাকায়
ছবি: প্রথম আলো

উত্তরের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জের মহাসড়কে খুলে দেওয়া হলো তিনটি ওভারপাস ও একটি সেতু। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সে ওভারপাসগুলো আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানের সময় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, জেলা পরিষদের চেয়ারম্যান শামিম তালুকদার, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানসহ সাসেক-২ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন হওয়া ওভারপাসগুলো হলো বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ৩৯ মিটার দৈর্ঘ্যের মুলিবাড়ী ওভারপাস, পাঁচিলা ওভারপাস ও ৩৫ মিটার দৈর্ঘ্যের দাতপুর ওভারপাস এবং ৫৬ মিটার দৈর্ঘ্যের দাতিয়া সেতু।

এদিকে ঈদকে সামনে রেখে আজ সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন হাইওয়ে ও জেলা পুলিশের সদস্যরা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওদুদ বলেন, ‘আমরা আশা করছি, এবারের ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কোনো যানজট বা দুর্ভোগের সৃষ্টি হবে না। এই ওভারপাস ও সেতুগুলো খুলে দেওয়ায় ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।’

সাসেক-২ প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ‘উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রায় দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে সাসেক-২ প্রকল্পের আওতায় এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর চার লেন মহাসড়কের সিরাজগঞ্জ অঞ্চলে তিনটি ওভারপাস ও একটি সেতু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা আশা করছি, এবারের ঈদযাত্রা সম্পূর্ণ শঙ্কামুক্ত ও স্বস্তির হবে।’