পঞ্চগড়ে শ্রমিক লীগ নেতা-কর্মীদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ৫

হাতকড়া
প্রতীকী ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পঞ্চগড়ে যুবদল ও ছাত্রদলের মশালমিছিল থেকে শ্রমিক লীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার গভীর রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ এই পাঁচজনকে গ্রেপ্তার করে। গতকাল বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক মো. আক্কেল আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকার রফিকুল ইসলাম (৪২), জয়নাল ইসলাম ওরফে জয় (২২), মো. লিটন (২৯), তুলারডাঙ্গা এলাকার মাহবুব রহমান (২৭) এবং পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড-নায়েকপাড়া এলাকার বিপুল হাসান (২৪)।

আরও পড়ুন

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রফিকুল ইসলাম, জয়নাল ইসলাম ও মো. লিটন এজাহারভুক্ত আসামি। তদন্তে ঘটনার সঙ্গে মাহবুব রহমান ও বিপুল হাসানের সংশ্লিষ্টতা পাওয়ার দাবি করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিপুল হাসান শিবির কর্মী এবং অন্যরা বিএনপির কর্মী-সমর্থক।

এর আগে গত বুধবার রাত সাড়ে সাতটার দিকে পঞ্চগড় জেলা শহরের ইসলামবাগ এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে যুবদল-ছাত্রদলের মশালমিছিল থেকে শ্রমিক লীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে।  এতে শ্রমিক লীগের আট নেতা-কর্মী হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাতে জাতীয় শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেন। মামলায় যুবদল-ছাত্রদলসহ বিএনপির ৩৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

তবে যুবদল নেতাদের দাবি, তাঁরা হামলা চালাননি। শ্রমিক লীগের নেতা-কর্মীরা মিছিলের ওপর ইটপাটকেল ছুড়লে তাঁদের কয়েকজন  নেতা-কর্মী পাল্টা ইটপাটকেল ছুড়ে সেখান থেকে চলে যান।