সিলেটে সনদ ছাড়া দাঁতের চিকিৎসা দেওয়ায় এক মাসের কারাদণ্ড

সনদ ছাড়া দাঁতের চিকিৎসা দেওয়ায় সাইদুল ইসলামকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
ছবি: সংগৃহীত

সিলেটে সনদ ছাড়া দাঁতের চিকিৎসা দেওয়ায় এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সন্ধ্যায় নগরের কাজীটুলা এলাকার স্ট্যান্ডার্ড ডেন্টাল কেয়ার অ্যান্ড ক্যাপ নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. সাইদুল ইসলামকে (৩৪) এই দণ্ড দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।

দণ্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম নগরের কাজীটুলা এলাকার বাসিন্দা। কারাদণ্ড ও অর্থদণ্ডের বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন র‍্যাব-৯-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) আফসান-আল-আলম।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে র‍্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে জানা যায়, সাইদুল ইসলাম চিকিৎসকের সনদ ছাড়াই রোগীদের দাঁতের চিকিৎসা দিয়ে আসছেন। তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ জন্য সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার সাইদুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানে প্রতিষ্ঠানটি থেকে দাঁতের চিকিৎসার জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, প্রচারপত্র, ব্যবস্থাপত্র ও দাঁতের মডেল জব্দ করা হয়েছে।