বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ

দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বরিশাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ আছে। আজ শনিবার সকালে বরিশাল নদীবন্দরে
ছবি: সাইয়ান

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালসহ দক্ষিণ উপকূলে দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চের পাশাপাশি আজ শনিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলেছে, এ বিষয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিএর বরিশাল অঞ্চলের নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বরিশাল নদীবন্দর এলাকার আশপাশ থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী স্পিডবোটগুলোর চলাচলও বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া দূরপাল্লার লঞ্চ চলাচল কেন্দ্রীয়ভাবে বন্ধের নির্দেশনা রয়েছে।

নৌযান চলাচল বন্ধ হওয়ায় অভ্যন্তরীণ রুটের অনেক যাত্রী বরিশালে আটকা পড়েছেন। বিকল্প পথে তাঁদের গন্তব্যে ফেরার কোনো ব্যবস্থাও নেই। তাই আজ সকালে বরিশাল নদীবন্দরে এসে ভোলা, মেহেন্দীগঞ্জসহ দূরবর্তী নৌপথের অনেক যাত্রীদের বন্দর থেকে ফিরে যেতে দেখা গেছে।

নৌযান চলাচল বন্ধ হওয়ায় অভ্যন্তরীণ রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন
ছবি: সাইয়ান

এদিকে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১৩ নম্বর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এ জন্য কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের কাছের দ্বীপ ও চর ৮ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে। ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের কাছের দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।