ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের কোপে বড় ভাই নিহত, ছোট ভাইদের বিরুদ্ধে অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাকির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ছোট দুই ভাই এই হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। মারামারির সময় নিহতের ছেলে আল আমিন আহত হন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে কয়েক মাস ধরে জাকির হোসেনের সঙ্গে তাঁর দুই ছোট ভাই আকতার হোসেন ও মুক্তার হোসেনের ঝামেলা চলছিল। ছোট ভাই আকতার প্রবাসে থাকায় সম্পত্তি-সংক্রান্ত ঝামেলা শেষ হচ্ছিল না। কয়েক দিন আগে ছুটিতে দেশে ফেরেন আকতার। আজ বিকেলে পৈতৃক সম্পত্তি নিয়ে বাড়িতে আলোচনায় বসেন তিন ভাই। কিন্তু তাঁরা সমাধানে পৌঁছাতে পারেননি। একপর্যায়ে ছোট দুই ভাই আকতার ও মুক্তার ঘর থেকে দা নিয়ে বড় ভাই জাকির হোসেনকে কুপিয়ে আহত করেন। তাঁকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর থেকে জাকিরের দুই ভাই আকতার ও মুক্তার হোসেন এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। তাঁদের ব্যবহৃত মুঠোফোনও বন্ধ। এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার কল করেও তাঁদের দুজনের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।