‘আমি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি। বড় কোনো আসরে এটা আমার প্রথম কথা বলা। এখানে এসে আমি জানতে পেরেছি, কীভাবে দক্ষতা অর্জন করে নিজের ব্র্যান্ডিং করতে হবে।’ শিখো ও প্রথম আলোর আয়োজনে যশোরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করে শিক্ষার্থী দীপান্বিতা দাস।
‘স্বপ্ন দেখ, জীবন গড়ো’—স্লোগানে আজ সোমবার সকাল ১০টায় যশোর শহরের অভিজাত হোটেল ওরিয়ন গ্রাউন্ডে জাতীয় সংগীতের মধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করে যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে যশোরের দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের সামনে অপার সম্ভাবনা। অনেক ধরনের হাতছানি থাকবে। কিন্তু বন্ধু নির্বাচনে ভুল করবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে। সৃজনশীলতায় সমৃদ্ধ হতে হবে। তাহলে আলোকিত মানুষ হবে। মিথ্যা কথা বলবে না। মিথ্যা মানুষকে ধ্বংস করে।’
যশোর জিলা স্কুলের সহকারী শিক্ষক জামাল উদ্দীন বলেন, ‘আমরা তোমাদের নিয়ে যশোরকে বিশ্বে ব্র্যান্ডিং করতে চাই। তবে দক্ষতা অর্জন করতে না পারলে শুধু জিপিএ-৫ দিয়ে কিছুই হবে না।’
মাদককে না বলার শপথ করিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী বলেন, মাদককে না বলতে হবে। কৌতুহলবশত মাদক গ্রহণ করা যাবে না।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। প্রথম আলো যশোর বন্ধুসভার বন্ধু সুমাইয়া আক্তার ও সুমন রেজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীব ও বন্ধুসভার সভাপতি যশোর কলেজের প্রভাষক লাকি কাপুড়িয়া। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন যশোর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সুমন রেজা ও নুসরাত মিতু। সংগীত পরিবেশন করে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন সেরা কণ্ঠ শিল্পী ইমরান খন্দকার।