হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা। শুক্রবার রাত ৯টার দিকে দুর্গাপুর পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসভবনেছবি: সংগৃহীত

কর্মী-সমর্থকদের ওপর হামলা, এজেন্টদের ভয়ভীতি দেখানো ও কয়েকটি কেন্দ্রে দায়িত্ব পাওয়া প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের আশঙ্কার অভিযোগে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে দুর্গাপুর পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসভবনে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আকুঞ্জি, বাকলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ তালুকদার, দুর্গাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, কলমাকান্দা উপজেলার যুবলীগ নেতা বিল্লাল মিয়া, হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই নৌকার প্রার্থী মোশতাক আহমেদ ও তাঁর আত্মীয় কলমাকান্দার নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, ছোট ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল ওয়াদুদসহ কর্মী-সমর্থকেরা তাঁর (জান্নাতুলের) প্রচারে বাধা, নির্বাচনী ক্যাম্প বসতে বাধা, হুমকি, উসকানিমূলক বক্তব্য, অন্তত আটটি স্থানে কর্মী-সমর্থকদের ওপর হামলা করেছেন। এতে তাঁর অন্তত ১৫ কর্মী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এসব ঘটনায় তিনি থানায় তিনটি মামলা করেছেন। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে।

জান্নাতুল ফেরদৌস বলেন, প্রচার-প্রচারণা শেষ হওয়ার পর থেকে কলমাকান্দার ভোটকেন্দ্রগুলোয় ট্রাক প্রতীকের যাঁদের এজেন্ট করা হয়েছে, তাঁদের এখন হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এজেন্টরা ভয়ে ভোটকেন্দ্রে যেতে চাচ্ছেন না। নৌকার প্রার্থীর পক্ষে অন্তত ২১ জনকে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কলমাকান্দায় ১০ ও দুর্গাপুরে ১১ জন আছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রমাণসহ অভিযোগ দেওয়া হলে কলমাকান্দায় অভিযুক্ত ব্যক্তিদের দায়িত্ব থেকে বাদ দেওয়া হলেও দুর্গাপুরে এখনো বাদ দেওয়া হয়নি।

জান্নাতুল ফেরদৌস জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি এই আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের একমাত্র মেয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি দুর্গাপুর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে নৌকার প্রার্থী মোশতাক আহমেদের মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে তাঁর ভাই আবদুল ওয়াদুদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। মিথ্যা ঘটনা লিপিবদ্ধ করে থানায় মামলা দেওয়া হয়েছে। আমরা এসব বিষয়ের সঙ্গে জড়িত নই।’

নেত্রকোনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, প্রতিটি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রে দায়িত্ব দেওয়া প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং বা এ রকম যাঁদের নিয়ে অভিযোগ উঠেছে, তদন্ত প্রমাণ সাপেক্ষে তাঁদের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।