আনন্দ-উচ্ছ্বাসে দেশি-বিদেশি ৭৮ প্রজাতির ফল চিনলেন ৫০০ ছাত্রী

উদ্বোধনী পর্ব শেষে ৭৮ প্রজাতির ফলের সঙ্গে ছাত্রীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নগরের কুমারপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারেছবি: প্রথম আলো

সিলেটের উইমেন্স মডেল কলেজে প্রায় ৫০০ ছাত্রীকে দেশি-বিদেশি ৭৮ প্রজাতির ফল চেনানোর মধ্য দিয়ে ফল উৎসব উদ্‌যাপিত হয়েছে। আজ বুধবার দুপুরে নগরের কুমারপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।

দুপুর ১২টায় উৎসবের উদ্বোধন করেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি। কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াদুদ তাপাদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আবদুর রউফ তাপাদার, ইসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ লস্কর। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক তৌফিক রাসেল ও হেলাল হামাম।

প্রধান অতিথির বক্তব্যে মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন, ‘বৈচিত্র্যময় ফুল-ফলে সমৃদ্ধ আমাদের দেশ। কিন্তু আক্ষেপের বিষয়, নতুন প্রজন্ম এসব ফুল-ফল সম্পর্কে কোনো ধারণা রাখেন না। তাঁদের ফলের চেয়ে ফাস্ট ফুডের প্রতি আকর্ষণ বেশি। তরুণ প্রজন্মকে ফল চেনানোর এমন উদ্যোগ খুবই তাৎপর্যপূর্ণ।’

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কাজী মাহবুবুল আলম মঞ্জুর। অনুষ্ঠানে ছাত্রীদের পাশাপাশি অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আবদুল ওয়াদুদ তাপাদার বলেন, ফল উৎসবের উদ্দেশ্যই হচ্ছে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ফল ও ফলের গুণাগুণ ও সম্পর্কে জানানো। জলবায়ু সংকট মোকাবিলা ও সবুজায়নে ফলের গাছ কেন গুরুত্বপূর্ণ, সেই পাঠও এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠানস্থলে রাখা ৭৮ প্রজাতির ফল ও গাছের সঙ্গে ছাত্রীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। দিনব্যাপী এ আয়োজনে ফল নিয়ে শিক্ষক ও ছাত্রীদের স্মৃতিচারণার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। কথা ও গানের ফাঁকে ফাঁকে বৃক্ষরোপণের বার্তাও ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।