গদি টেকাতে দেশ নিয়ে বাজি খেলছে আওয়ামী লীগ সরকার: জোনায়েদ সাকি

খুলনায় ‘বাংলাদেশ গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা কর্মসূচি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার নগরের শিববাড়ি মোড়ের মোহাম্মদ শহিদুল ইসলাম মিলনায়তনে
ছবি: প্রথম আলো

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেদের গদি টিকিয়ে রাখতে দেশকে নিয়ে বাজি খেলছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

আজ শনিবার বেলা একটায় নগরের শিববাড়ী মোড়ের মোহাম্মদ শহীদুল ইসলাম মিলনায়তনে ‘বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা কর্মসূচি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, ‘দেশের কী হলো, সেটা নিয়ে সরকার চিন্তিত নয়। সরকারের চিন্তা যেকোনো মূল্যে গদি রাখতে হবে। গদি রাখতে গিয়ে পুরো রাষ্ট্রীয় শক্তিকে তারা জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে।’

গণসংহতি আন্দোলনের শীর্ষ এই নেতা বলেন, ভয়ংকর একটা লুটপাটের জায়গায় আছে দেশ। সরকার ভোট ছাড়া ক্ষমতায় থাকার জন্য পুলিশ, আমলা, প্রশাসন—সব ধরনের প্রতিষ্ঠান, এমনকি বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করছে। মিডিয়ার ওপর খবরদারি তো আছেই। সব জায়গায় ব্যবসা-বাণিজ্যের লোকেরা পকেটে ঢুকে পড়েছেন। জনগণকে তাঁরা পরোয়া করেন না, জনগণের ভোটে আস্থাও রাখেন না। তারা মনে করে, ভোটে গেলে জামানত বাজেয়াপ্ত হতে পারে। কাজেই জনগণের ওপর তারা নির্ভর না করে জনগণকে তারা বুড়ো আঙুল দেখায়। তারা পুলিশ, প্রশাসন, ব্যবসায়ী, আদালতের ওপর নির্ভর করতে চায়।

জোনায়েদ সাকি আরও বলেন, ‘রিজার্ভ ভয়ংকর জায়গায় এসেছে। রেমিট্যান্স কমে যাচ্ছে। এটা ভীষণ দুশ্চিন্তার বিষয়। এর জন্য দায়ী সরকার কিন্তু ফল ভোগ করতে হবে জনগণকে। জনগণ এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, দুশ্চিন্তা করছেন। প্রধানমন্ত্রী বলছেন, রিজার্ভের পতনের কথা তাঁকে বলা যাবে না। ওটা বললে তিনি সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবেন।’

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সিন্ডিকেট বন্ধ হবে না বলে জোনায়েদ সাকি বলেন, ‘সরকারের মন্ত্রী বলছেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যাবে না। নিয়ন্ত্রণ করলে নাকি দাম আরও বাড়বে। তাহলে সরকারে আছেন কেন? পদত্যাগ করে নেমে যান। আসল কথা হচ্ছে, ওনারা নিজেরাই সিন্ডিকেট। ওনারা নিজেরাই ভাগ-বাঁটোয়ারা পান। তলা থেকে ওপর পর্যন্ত তাঁদের ভাগ-বাঁটোয়ারার চেইন আছে। সরকার থাকলে এটা বন্ধ হবে না। কারণ, সরকার টিকেই আছে এসবের ওপর।’

গণসংহতি আন্দোলনের খুলনা জেলার আহ্বায়ক মুনীর চৌধুরীর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য আল আমিন শেখের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম (মনা), সদস্যসচিব শফিকুল আলম (তুহিন), গণসংহতি আন্দোলনের জেলার সদস্যসচিব কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক অলিয়ার রহমান, জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি শেখ আবদুল হালিম প্রমুখ।