ভোটার কম, অলস সময় পার করছেন নির্বাচন কর্মকর্তারা

সকাল থেকেই বাগমারা উচ্চবিদ্যালয় ও বাগমারা সরকারি প্রাথমিক কেন্দ্রে ভোটারদের কোনো ভিড় দেখা যায়নি
ছবি: প্রথম আলো

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোটার উপস্থিতি একেবারেই কম। বেশির ভাগ ভোটকেন্দ্রে ভোটারের সারি নেই। সকাল থেকে ভোটারদের কোনো চাপ না থাকায় অলস সময় কাটাচ্ছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ সকাল থেকে উপজেলার ১২টি ভোটকেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে।

আজ সকাল ৯টা ৩৬ মিনিটে বাগমারা উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ওই কেন্দ্রে সাড়ে ৩ হাজার ভোটের মধ্যে দেড় ঘণ্টায় ১৫০টি ভোট পড়েছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবু বকর সিদ্দিক এসব তথ্য দেন।

সকাল পৌনে ১০টার দিকে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রান্তিক সাহা বলেন, সকাল থেকে ভোটারদের কোনো সারি নেই। এই কেন্দ্রে সাড়ে তিন হাজারের মতো ভোট আছে। তবে পৌনে ১০টা পর্যন্ত ৩২টি ভোট পড়েছে।

গোলাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সোয়া ১০টা পর্যন্ত ২ হাজার ৯৩৬ ভোটের মধ্যে ১০০টি  ভোট পড়েছে। এদিকে সকাল সাড়ে ১০টায় জামুয়া উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানেও ভোটারদের কোনো ভিড় নেই। তবে ওই কেন্দ্রে আওয়ামী লীগের নেতা–কর্মীদের আনাগোনা দেখা গেছে। উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রও অনেকটা এক।

রিটানিং কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, ‘ভোটার উপস্থিতি সকালে একটু কমই ছিল। তবে বেলা বাড়ার পর ভোটারদের উপস্থিতি বাড়বে। নির্বাচন সুন্দর হচ্ছে। কোনো ধরনের হাঙ্গামার কথা শুনিনি।’

প্রথমবারের মতো লালমাই উপজেলা পরিষদে আজ নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে। এতে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াই হচ্ছে। এতে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ইভিএমে ভোট গ্রহণ চলবে।