ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগ হত্যায় অভিযুক্ত যুবজোট নেতাকে অব্যাহতি

কুষ্টিয়া ভেড়ামারায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয় কুমার প্রামাণিক
ফাইল ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয় কুমার প্রামাণিক হত্যায় অভিযুক্ত জাতীয় যুবজোট নেতা মোস্তাফিজুর রহমান ওরফে শোভনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার কেন্দ্রীয় জাতীয় যুবজোটের দপ্তর সম্পাদক শাহজামাল পিন্টু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোস্তাফিজুর রহমান কুষ্টিয়া জেলা জাতীয় যুব জোটের ক্রীড়া সম্পাদক পদে ছিলেন।

আরও পড়ুন

গত বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে ভেড়ামারা উপজেলা খাদ্যগুদাম এলাকায় পূর্ববিরোধের জেরে পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিকসহ (৩৭) তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করা হয়। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সঞ্জয়কে গত শুক্রবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। হামলার ঘটনায় শুক্রবার সঞ্জয়ের স্ত্রী বীথি রানী দে বাদী হয়ে যুবজোট নেতা মোস্তাফিজুর রহমানকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখের পাশাপাশি ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। প্রধান আসামি মোস্তাফিজুরসহ পাঁচজন বর্তমানে কারাগারে আছেন। অন্যরা জামিন নিয়েছেন।

আরও পড়ুন

জাতীয় যুবজোটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক শরিফুল কবির যৌথ বিবৃতিতে মোস্তাফিজুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুষ্টিয়া জেলা জাতীয় যুবজোটের ক্রীড়া সম্পাদক ও সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেন।

আরও পড়ুন