৬ বছর পর যশোর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

যশোর জেলার মানচিত্র

ছয় বছর পর যশোর জেলা যুবদলের কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটির সভাপতি এম তমাল আহমেদকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানাকে সদস্যসচিব করে ৯ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে। আজ বুধবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য ওই বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির উল্লেখযোগ্য অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, আমিনুর রহমান, নাজমুল হোসেন, আরিফুল ইসলাম, রাজিদুর রহমান ও মোহাম্মদ ইমদাদুল হক।

যুবদলের নেতারা জানান, ২০১৮ সালের ২ জুন এম তমাল আহমেদকে সভাপতি ও আনসারুল হক রানাকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। দীর্ঘদিন নতুন করে কমিটি না হওয়ায় সাবেক ছাত্রনেতাদের মধ্যে হতাশা দেখা দেয়। দীর্ঘ ছয় বছর পর নেতৃত্ব দেওয়া জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককেই আহ্বায়ক ও সদস্যসচিব পদে বসিয়েছে কেন্দ্রীয় কমিটি।

জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। একটি সুন্দর কমিটি হয়েছে। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।