চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ আরেক প্রার্থীর

মকবুল হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন। বুধবার বিকেলে উপজেলা সদরে ওমর ফারুকের নির্বাচনী কার্যালয়েছবি: প্রথম আলো

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী প্রকৌশলী মকবুল হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপন করার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. ওমর ফারুক। তবে মকবুল হোসেন পাটোয়ারী ওই অভিযোগ অস্বীকার করেছেন।

আজ বুধবার বিকেলে উপজেলা সদরে ওমর ফারুকের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়। প্রার্থীর পক্ষে তাঁর নির্বাচনী সমন্বয়ক মো. সাইফুল ইসলাম মোল্লা লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম মোল্লা বলেন, ঘোড়া প্রতীকের প্রার্থী মকবুল হোসেন পাটোয়ারী হলফনামায় ২৯টি দলিলে ৯ কোটি ৬১ লাখ ১ হাজার টাকা মূল্যের কৃষিজমির তথ্য গোপন করেছেন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী হলফনামায় তথ্য গোপন করলে প্রার্থী হিসেবে অযোগ্য বিবেচিত হবেন জানা সত্ত্বেও মকবুল হোসেন পাটোয়ারী তথ্য গোপন করেছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মকবুল হোসেন পাটোয়ারী হলফনামার ৬ (খ) (১) নম্বর কলামে স্থাবর সম্পদের ‘কৃষিজমির পরিমাণ ও অর্জনকালীন সময়ে আর্থিক মূল্যের’ ঘরে ‘প্রযোজ্য নহে’ উল্লেখ করেছেন। কিন্তু মকবুল হোসেনের কৃষিজমি আছে। হলফনামায় তিনি সেই তথ্য গোপন করেন। এমন পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শাহরাস্তি পৌরসভা মেয়র হাজী আবদুল লতিফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মান্নান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

রাতে শাহরাস্তি প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন মকবুল হোসেন পাটোয়ারী। তিনি ওমর ফারুকের সব অভিযোগ খণ্ডন করেন। সব অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, বিষয়টি দেখার জন্য নির্বাচন কমিশন আছে। তা ছাড়া ওমর ফারুক নিজেই ঋণখেলাপি। তাঁর বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।