গাজীপুরে চলন্ত বাসে ও দুটি কাভার্ড ভ্যান থামিয়ে আগুন

দুর্বৃত্তের আগুনে পুড়ছে দুটি কাভার্ড ভ্যান। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায়
ছবি: সংগৃহীত

গাজীপুরে আজ বৃহস্পতিবার সকালে একটি চলন্ত বাসে এবং দুটি কাভার্ড ভ্যান থামিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কালিয়াকৈর-নবীনগর সড়কে আজ সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় দুটি কাভার্ড ভ্যান থামিয়ে আগুন দেওয়া হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার গাবতলীর দিকে যাচ্ছিল। বাসটি জিরানী বাজার রেডিয়েল কারখানার পাশে পৌঁছালে বাসের পেছন দিক থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। চালক বাসটি থামালে সবাই দ্রুত নেমে যান। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়া এলাকার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে বাসটির ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, বাইরে থেকে কেউ আগুন দিয়েছেন, এমন প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে বাসে উঠে কেউ আগুন দিয়ে পালিয়ে গেছেন।

এর আগে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় দুটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বিস্ফোরণের শব্দও শোনা যায়। গাজীপুর নগরের গাছা থানার ওসি মো. শাহ আলম বলেন, সকালে কে বা কারা দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছেন। তবে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
কাভার্ড ভ্যানের আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায়
ছবি: সংগৃহীত

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বাইপাস সড়কের ঝাজর এলাকায় ১০-১২ জন দুর্বৃত্ত লাবিব গ্রুপ ও ডিবিএল গ্রুপের তৈরি পোশাক কারখানার জন্য ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান থামান। তাঁরা কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীকে গাড়ি থেকে নামান। একপর্যায়ে পেট্রল ঢেলে কাভার্ড ভ্যানে আগুন লাগানো হয়। পরে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান তাঁরা। দুই চালক ও তাঁর সহকারীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

একটি কাভার্ড ভ্যানের চালক খাদেমুল ইসলাম বলেন, কাশিমপুর এলাকার ডিবিএল গ্রুপের কারখানা থেকে কাভার্ড ভ্যান নিয়ে তিনি নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে বেশ কিছু মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা তাঁর কাভার্ড ভ্যানের সামনে দাঁড়ায়। তিনি কাভার্ড ভ্যান থামালে তারা ইটপাটকেল ছুড়ে গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। একপর্যায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। পালিয়ে যাওয়ার সময় বিকট শব্দ হয়েছিল। ভাঙা কাচের আঘাতে তাঁর হাত কেটে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, দুটি কাভার্ড ভ্যানের অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।

আরও পড়ুন