জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ট্রাক্টরের ইঞ্জিন ভেঙে আছড়ে পড়ল ২০ হাত দূরে

ট্রেনের ধাক্কায় মাটিবাহী ট্রাক্টরের ইঞ্জিনের সামনের অংশ ভেঙে প্রায় ২০ হাত দূরে খাদে আছড়ে পড়ে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট রেলস্টেশনের দক্ষিণে পালপাড়ায়ছবি: প্রথম আলো

জয়পুরহাটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাটিবাহী ট্রাক্টরের ইঞ্জিনের সামনের অংশ ভেঙে প্রায় ২০ হাত দূরে আছড়ে পড়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট রেলস্টেশনের দক্ষিণে পালপাড়ায় লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। পরে ট্রেনটি ঘটনাস্থলের কাছে কিছুক্ষণ থেমে থাকার পর আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশনে যাত্রা বিরতির পর আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় রেলস্টেশনটির দক্ষিণে পালপাড়ায় লেভেল ক্রসিংয়ের ওপরে মাটিবাহী ট্রাক্টরের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরিস্থিতি দেখে ট্রাক্টরচালক দ্রুত ট্রাক্টর থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। মুহূর্তের মধ্যে ট্রেনটির ধাক্কায় ট্রাক্টরের ইঞ্জিনের সামনের অংশ ভেঙে ২০ হাত দূরে গিয়ে আছড়ে পড়ে। ট্রেনটি লেভেল ক্রসিং পার হওয়ার পর ১০ মিনিট থেমে থেকে আবার গন্তব্যের পথে রওনা হয়।

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাটিবাহী ট্রাক্টরের ইঞ্জিনের সামনের অংশ ভেঙে গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট রেলস্টেশনের দক্ষিণে পালপাড়ায় লেভেল ক্রসিংয়ে
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, পালপাড়া রেলক্রসিংয়ে কোনো গেট ম্যান নেই। এটি মূলত রেলওয়ের অরক্ষিত রেলক্রসিং। এই রেলক্রসিং দিয়ে সব সময় মানুষ চলাচল করেন। এ ছাড়া ট্রাক্টর, ভ্যান ও অটোরিকশাসহ সব যানবাহন চলাচল করে। এর আগেও এখানে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এখানে একজন গেট ম্যান থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব।

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট থেকে আক্কেলপুর রেলস্টেশনে পৌঁছাতে প্রায় ১৫ মিনিট সময় লাগে বলে জানিয়েছেন আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাতিজা খাতুন। তিনি বলেন, আক্কেলপুর স্টেশনে ট্রেনটি আসার পথে পালপাড়া রেলক্রসিংয়ে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কা দিয়েছে বলে শুনেছেন। তবে এ ঘটনায় হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর তিনি পাননি।